পথ একটাই, সরকারকে সরাতে হবে: ফখরুল

  বিশেষ প্রতিনিধি    11-08-2023    90
পথ একটাই, সরকারকে সরাতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে এখন একটাই পথ, এ সরকারকে সরাতে হবে। দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। সবাই এখন রাস্তায় নেমে এসেছে, আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানো হবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাদের পরিবারের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের মহাসচিব এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন করতে গিয়ে দুই চোখ হারান কৃষকদল নেতা বোরহান। একইদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে কৃষকদলের আরেক নেতা সজীব হোসেন মারা যান। সেদিন অনেক নেতাকর্মী আহত হন।

ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় মতবিনিময় করেন বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতারা। এ সময় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ফখরুল বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি। দল আপনাদের সঙ্গে আছে।

বিএনপি মহাসচিব বলেন, এক যুগেরও বেশি সময় ধরে আমরা এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে চলেছি। লড়াই করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। প্রতিদিনই মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আমাদের এক ভাইয়ের প্রাণ গেছে, চোখ অন্ধ হয়েছে।

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার দেন কৃষকদলের নেতা বোরহান উদ্দিন। দুই চোখ হারানো বোরহান বলেন, ‘আমার কী অপরাধ ছিল? রাজনীতি করা, দাবি আদায়ের আন্দোলন করা কি অপরাধ? সেদিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম আমরা। এরপরও কেন গুলি করেছিল?’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বোরহান বলেন, ‘আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ্ আপনাদের বিচার করবে।’ এ সময় কান্নাজড়িত কণ্ঠে ছেলে সজীব হোসেন হত্যার বিচার চান বাবা আবু তাহের।

জাতীয়-এর আরও খবর