কক্সবাজারের পাচারকালে ৩২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জয়নাল (২৮) নামে এক দালালকে আটক করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শিশু, ১০ নারী ও ৮ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, কক্সবাজার টার্মিনাল শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।
আটক দালালের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে না কি জেল হাজতে পাঠানো হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
পাচারকালে ৩২ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক
কক্সবাজারের পাচারকালে ৩২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জয়নাল (২৮) নামে এক দালালকে আটক করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শিশু, ১০ নারী ও ৮ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, কক্সবাজার টার্মিনাল শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।
আটক দালালের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে না কি জেল হাজতে পাঠানো হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
প্রধান কার্যালয়
৯, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল
০১৭১১-২৪৯৭৭০, ০১৯৫৬-৪৪৬৫২৫
ই-মেইল
deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 2, 2023, 4:25 pm