সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

  বিশেষ প্রতিনিধি    20-08-2023    83
সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

আমি মোহাম্মদ ইয়াছিন, পিতা- সুনিল মল্লিক, মাতা- রুপুবালা মল্লিক, সাং- লার পাড়া (পূর্ব, পশ্চিম), ঝিলংজা (পার্ট), ঝিলংজা, সদর, কক্সবাজার।

আমি ইতোপূর্বে সনাতন ধর্মাবলম্বী ছিলাম। সম্প্রতি ইসলাম ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও ধর্মীয় অনুশাসন পর্যবেক্ষণ এবং ইসলাম ধর্মীয় বিভিন্ন বই পুস্তক পাঠ করে পবিত্র ইসলাম ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছি। মনেপ্রাণে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে বিশ্বাস স্থাপন করে স্থানীয় মাওলানা সাহেবের মাধ্যমে পবিত্র কলেমা পাঠ করে আল্লাহ এক ও অদ্বিতীয়, হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) আল্লাহর প্রেরিত নবী ও রসুল। আখিরাত, পরকাল, বেহেস্ত-দোযখ, ফেরেস্তা আল্লাহর সৃষ্টি ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছি। আমার পূর্বের সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পূর্বের নাম সজিব মল্লিক পরিবর্তন করে বর্তমানে মোহাম্মদ ইয়াছিন নাম ধারণ করেছি।

আজ থেকে আমি মোহাম্মদ ইয়াছিন নামে সর্বত্র পরিচিতি হবো। আমি পবিত্র ইসলাম ধর্মের সকল নিয়ম কানুন, আচার অনুষ্ঠান যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে নিজেকে পরিচালিত করব।

সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ ও হলফনামা সম্পাদনের জন্য আমাকে কেউ জোর করে নাই। প্ররোচিত ও বাধ্য করে নাই।

আমি স্বজ্ঞানে, সশরীরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে হলফনামামূলে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

যার হলফনামা নম্বর -১৪২০। তারিখ-২০/০৮/২০২৩ইং।

ধর্ম ও জীবন-এর আরও খবর