কুতুবদিয়ায় পাঁচ দোকান মালিককে জরিমানা

  বিশেষ প্রতিনিধি    21-08-2023    116
কুতুবদিয়ায় পাঁচ দোকান মালিককে জরিমানা

কক্সবাজারের কুতুবদিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে পাঁচটি ওষুধ দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলার মেডিকেল গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে মেডিকেল গেইট এলাকার মুনমুন ফার্মেসির মালিক ইসহাককে ১০ হাজার, বেলাল ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা, আশ-শেফা মেডিকেল হল ফার্মেসির মালিক জিয়াবুল হককে ৫ হাজার টাকা, এমরান ফার্মেসির মালিক মফিজ আলমকে ৫ হাজার টাকা এবং জহির ফার্মেসির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি মানুষের উচিত ওষুধের মেয়াদ দেখে ক্রয় করা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় অভিযানের উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: নাজমুল ইসলাম।

সারাদেশ-এর আরও খবর