রামুতে গণভোজ আজ, রান্না হবে ৫০ গরু ও ১০০ ছাগল

বঙ্গবন্ধুর ইছালে সওয়াব

  বিশেষ প্রতিনিধি    26-08-2023    101
রামুতে গণভোজ আজ, রান্না হবে ৫০ গরু ও ১০০ ছাগল

আজ শনিবার ২৬ আগস্ট রামু স্টেডিয়ামে (রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য ইছালে সওয়াব এর আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ৫০ টি গরু এবং ১০০ ছাগল জবাই করে প্রায় ৪০ হাজার লোকের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও এ বিশাল গণভোজ ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল শুক্রবার ২৫ আগস্ট এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, বিশাল এ গণভোজের জন্য ত্রিপলের চাউনি দিয়ে বিরাট প্যান্ডেল, রান্না-বান্নার বাবু্র্চি, পরিবেশনকারী, শৃঙ্খলারক্ষাকরী, গাড়ি পার্কিং ব্যবস্থা সহ সব ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় গণভোজ খেতে আসা সর্বসাধারণ, আমন্ত্রিতদের যাতে কোন দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমপি সাইমুম সরওয়ার কমল জানান, রামুবাসীর উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিল ও গণভোজে রামু’র ১১ টি ইউনিয়নের নাগরিকদের জন্য পৃথক পৃথকভাবে খাবারের ব্যাবস্থা রাখা হয়েছে। এছাড়া, কক্সবাজার সদর উপজেলা, কক্সবাজার পৌরসভা, ঈদগাহ উপজেলা, জেলার অন্যান্য উপজেলা থেকে আসা জনসাধারণ এবং আমন্ত্রিত অতিথিদের জন্যও আলাদা, আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ইসলাম ধর্মালম্বী ছাড়াও অন্যান্য ধর্মালম্বীদের জন্য গণভোজে পৃথকভাবে আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুর থেকে গণভোজ শুরু হবে। এমপি সাইমুম সরওয়ার কমল ব্রিফিং করার সময় গণভোজ আয়োজন কমিটির চেয়ারম্যান ফরিদুল আলম, মহাসচিব ও ফতেখাঁরাকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, আওয়ামী লীগ নেতা জাফর আলম চৌধুরী, রামু’র বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি সাইমুম সরওয়ার কমল শুক্রবার রাতে রামু স্টেডিয়ামে (রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে) গণভোজ ও মিলাদ মাহফিল এর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি এ বিশাল গণভোজে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সারাদেশ-এর আরও খবর