আহত রুহুল আমিন সিকদারের পাশে দারুল আরক্বমের শিক্ষক, শিক্ষার্থীরা

  বিশেষ প্রতিনিধি    30-08-2023    67
আহত রুহুল আমিন সিকদারের পাশে দারুল আরক্বমের শিক্ষক, শিক্ষার্থীরা

দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা কক্সবাজার এর জন্য স্থায়ী জমিদাতা রুহুল আমিন সিকদার মঙ্গলবার রাতে বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার বিকালে (৩০ আগস্ট) তার অসুস্থতার খোঁজখবর নিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে যান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ ফরাজী।

রুহুল আমিন সিকদারের দ্রুত সুস্থতার জন্য তারা মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।

শারীরিক খোঁজখবর নিতে যাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান রুহুল আমিন সিকদার।

সারাদেশ-এর আরও খবর