কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় শাহরিয়ার মোহাম্মদ তুহিন (৩০) নামক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মক্কেল সেজে নিজ বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত তুহিন ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কা জনবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় আদালত পাড়ায় ক্ষোভ বিরাজ করছে।
শাহরিয়ার তুহিনের জেঠতো ভাই ও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য এডভোকেট শওকত ওসমান জানান, রবিবার সকালে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তুহিন। এমন সময় মক্কেল সেজে বসত বাড়িতে ঢুকে ৮/১০ জন মতো চিহ্নিত সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই তুহিনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাত করে। এতে তার মাথার খুলি ফেটে যায়।
এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের নেতা শহর মুল্লুকের নেতৃত্বে হামলার ঘটনাটি ঘটানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহর মুল্লুক চিহ্নিত ভূমিদস্যু। তার নেতৃত্বে মাদক কারবারি সিন্ডিকেট রয়েছে।
সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাস টার্মিনালে মক্কেল সেজে আইনজীবীর বসত বাড়িতে ঢুকে সশস্ত্র হামলা
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় শাহরিয়ার মোহাম্মদ তুহিন (৩০) নামক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মক্কেল সেজে নিজ বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত তুহিন ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কা জনবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় আদালত পাড়ায় ক্ষোভ বিরাজ করছে।
শাহরিয়ার তুহিনের জেঠতো ভাই ও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য এডভোকেট শওকত ওসমান জানান, রবিবার সকালে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তুহিন। এমন সময় মক্কেল সেজে বসত বাড়িতে ঢুকে ৮/১০ জন মতো চিহ্নিত সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই তুহিনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাত করে। এতে তার মাথার খুলি ফেটে যায়।
এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের নেতা শহর মুল্লুকের নেতৃত্বে হামলার ঘটনাটি ঘটানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহর মুল্লুক চিহ্নিত ভূমিদস্যু। তার নেতৃত্বে মাদক কারবারি সিন্ডিকেট রয়েছে।
সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: September 20, 2024, 10:53 am