কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা জজ মহিউদ্দিন মুরাদ

  বিশেষ প্রতিনিধি    11-09-2023    103
কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা জজ মহিউদ্দিন মুরাদ

বিচারক মহিউদ্দিন মুরাদ-কে কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক মহিউদ্দিন মুরাদ সহ ২৪ জন একই পদমর্যাদার বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।

কক্সবাজারে নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পাওয়া মহিউদ্দিন মুরাদ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) এর তৃতীয় ব্যাচের একজন গর্বিত সদস্য। তিনি বর্তমানে সুনামগঞ্জ জেলা জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক পদে দায়িত্ব পালন করছেন। বিচারক মহিউদ্দিন মুরাদ ইতিপূর্বে কক্সবাজারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সাবেক বিচারক আবদুল্লাহ আল মামুন গত জানুয়ারী মাসে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদে বদলী হয়ে আসার পর থেকে কক্সবাজার জেলা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য রয়েছে।বিচারক মহিউদ্দিন মুরাদ যোগদান সাপেক্ষে তাঁকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক পদে দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে।

সারাদেশ-এর আরও খবর