বেতন কেটে মুজিবদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি

  বিশেষ প্রতিনিধি    10-01-2024    18
বেতন কেটে মুজিবদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি

কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে চাননি তিন আফগানি ক্রিকেটার মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হককে। তাই তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা থেকে দুই বছর নিষিদ্ধ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা।

তবে মুজিবদের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার অনুমতি দেওয়ার পাশাপাশি মাসিক বেতন কিংবা ম্যাচ ফির থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখবে বোর্ড।

জোরদার তদন্তের পর এসিবি জানতে পেরেছে দেশকে প্রতিনিধিত্ব করতে প্রচণ্ড আগ্রহী মুজিব-ফারুকি-নাভিন। তাই শর্তসাপেক্ষে নিজেদের অবস্থান থেকে সরে আসে এসিবি। তিন ক্রিকেটারকে লিখিতভাবে চূড়ান্ত সতর্কবার্তা পাঠাবে তারা। এরপর পারফরম্যান্স ও শৃঙ্খলা বিবেচনায় তাদের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন-এই খেলোয়াড়রা কোন সংশয় ছাড়াই দলের সাফল্যে অবদান রেখেছেন। নিজেদের সেরাটা দিয়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। আমরা আশা করব তারা যেন আগামীতে এই ধরণের অপ্রত্যাশিত কিছু না করেন। দেশকে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করেন।

খেলাধুলা-এর আরও খবর