স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কব্জি কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    20-01-2024    37
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কব্জি কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গতকাল বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মুন্সীগঞ্জ-১ আসনের পরাজিত ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের সমর্থক নয়নের হাতের কব্জি কাটার মামলার প্রধান আসামি জয়নালকে।

জয়নাল প্রাথমিক জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব-১০।

জানা যায়, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্ত্রীর জন্য ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী নয়ন। রাত সোয়া ৮টার দিকে জেলার সিরাজদিখানের চিত্রকোট এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ মো. জয়নালসহ অন্যান্য আসামিরা রাম দা দিয়ে কুপিয়ে নয়নের বাঁ হাতের কব্জি কটে ফেলে। পরে হাতের কাটা অংশ নিয়ে উল্লাস করতে করতে চলে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী নয়নের মা পারভীন আক্তার বাদি হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন। তিনি জানান, নয়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের সমর্থক ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে বিজয়ী নৌকা প্রতীকের সমর্থক জয়নালসহ অন্যান্যরা তার হাতের কব্জি কেটে দেন।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার জয়নালকে আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ-এর আরও খবর