রমজানের সেহেরির সময় বর্বর বিমান হামলা ইসরায়েলের, ২০ ফিলিস্তিনি নিহত

  বিশেষ প্রতিনিধি    19-03-2024    54
রমজানের সেহেরির সময় বর্বর বিমান হামলা ইসরায়েলের, ২০ ফিলিস্তিনি নিহত

ভোরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাফা এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার ভোরে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। রাফাহ শহর এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে চালানো এই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

পবিত্র রমজান মাসে সারাবিশ্বে রোজা পালন করছেন মুসলিমরা। ইসরায়েলি বর্বরতার কারণে চরম খাদ্য সংকটেও রোজা রাখছেন ফিলিস্তিনের গাজাবাসীও। রমজানেও মঙ্গলবার ভোরে গাজা ভূখণ্ডে এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এর মধ্যে মিশরীয় সীমান্তের কাছে দক্ষিণ গাজার রাফা শহরে বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্টে চালানো হামলায় ১৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বর্তমানে এই শহরটিতে আশ্রয় নিয়েছেন। এছাড়া মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরও ছয়জন মারা গেছেন বলেও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৭৪ হাজার মানুষ। সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক-এর আরও খবর