ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ

  বিশেষ প্রতিনিধি    21-03-2024    49
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঈদের চার-পাঁচ দিন আগে আগামী ৬ এপ্রিল ঢাকার সদরঘাট নৌ-টার্মিনাল থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে। এ জন্য ইতোমধ্যে ১৩০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে এসব লঞ্চ চলাচল করবে।

বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আগামী ৬ এপ্রিল সদরঘাট টার্মিনাল থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে।

ঈদের বাকি আরও অন্তত তিন সপ্তাহ। এর মধ্যেই অনেক যাত্রী বন্দরে গিয়ে আগাম টিকিটের খোঁজ করছেন। তারা খালি হাতে ফেরত গেছেন। এ বিষয়ে জানিতে চাইলে লঞ্চ মালিকরা জানিয়েছেন, আগাম টিকিট ছাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মিরপুর থেকে ইয়াসমিন নামে এক নারী যাত্রী সদরঘাটে গেছেন আগাম টিকিটের খোঁজ করতে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘প্রতিবার ঈদে পরিবার নিয়ে গ্রামে যাই। ভিড়ের কথা চিন্তা করে আগেভাগে এমভি টিপু লঞ্চের টিকিট নিতে এসেছি। তারা বলছে কিছুদিন পর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

জাতীয়-এর আরও খবর