কুবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি: তদন্ত কমিটি গঠন

  বিশেষ প্রতিনিধি    21-11-2024    41
কুবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি: তদন্ত কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পদার্থবিজ্ঞান বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. এম এম শরীফুল করীম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, এবং সহকারী প্রক্টর মো. সিদ্দিকুর রহমান, যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তদন্ত চলাকালীন দুই বিভাগের সব খেলা স্থগিত থাকবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

খেলাধুলা-এর আরও খবর