জাপোরিঝজিয়া বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে জাতিসংঘের তদন্ত দল

  বিশেষ প্রতিনিধি    29-08-2022    156
জাপোরিঝজিয়া বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে জাতিসংঘের তদন্ত দল

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দীর্ঘমেয়াদি সময়ের জন্য প্রবেশ করতে যাচ্ছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির একটি তদন্তকারী দল সেখানে যাবে। আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি এক টুইটে বলেন, আমাদের দল বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছেন। টুইটের সঙ্গে ১৩ সদস্যের একটি ছবি যুক্ত করেন তিনি। ভিয়েনার বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে সেটি তোলা হয়। গ্রোসি বলেন, আমরা ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবো। এ সপ্তাহের শেষের দিকে জাপোরিঝজিয়ায় যাওয়ার নেতৃত্ব দিতে পারায় আমরা গর্বিত। গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে রুশ বাহিনী। সেই বিদ্যুৎকেন্দ্র নিয়ে দীর্ঘদিন আলোচনার জন্য যাত্রা করছে জাতিসংঘের ঐ তদন্তকারী দল। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ইনাহোডার শহরে অবস্থিত এ বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে যুদ্ধের কারণে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে। শঙ্কার মধ্যে কেন্দ্রটির অবকাঠামো ধ্বংস এবং বিদ্যুৎন্দ্রের জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে। এতে কেন্দ্রটি উত্তপ্ত ও বিস্ফোরণ সৃষ্টি হতে পারে। এরইমধ্যে বিদ্যুৎকেন্দ্রটির রেডিয়েশন প্রতিবেশী বাসিন্দাদের সমস্যা সৃষ্টি করেছে। বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে করা গোলাগুলির বিষয়ে রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে দীর্ঘদিন থেকে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া তাদের সামরিক বিস্ফোরক সরঞ্জাম বিদ্যুৎকেন্দ্রের আশপাশে রাখছে। এরইমধ্যে বিদ্যুৎকেন্দ্রের আশপাশ থেকে সামরিক সরঞ্জাম সরাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও কিয়েভ।

আন্তর্জাতিক-এর আরও খবর