ছয় আসনে জিতলেন ইমরান খান

  বিশেষ প্রতিনিধি    17-10-2022    166
ছয় আসনে জিতলেন ইমরান খান

পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টি আসনে বিজয়ী হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সপ্তাহজুড়ে চলা উপ-নির্বাচনে ইমরানের বিজয়কে তার জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। গত এপ্রিলে সংসদ সদস্যদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর মৌসুমী বন্যায় দেশটির এক তৃতীয়াংশ প্লাবিত হয়। উপ-নির্বাচনে তার এ বিশাল বিজয় পাকিস্তানের রাজনীতির জন্য বড় চমক। পাকিস্তানের ডেইলি টাইমস পত্রিকা ব্যানার হেডলাইন দিয়ে ইমরান খানের বিজয়ের খবর প্রকাশ করেছে। ছয়টি আসনে বিজয়ী হওয়াকে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যক্তিগত বিজয় বলে উল্লেখ করছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে ছয়টি আসনের বিজয় তার দল পিটিআইয়ের জন্য তেমন কোনো সফলতা আনতে পারেনি। কারণ আটটি আসনই পিটিআইয়ের দখলে ছিল। পাকিস্তানের নির্বাচনে একাধিক নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রার্থীরা। যদি প্রার্থীরা একের অধিক আসনে জিতেন তবে ইচ্ছা অনুযায়ী যেকোনো আসন ছেড়ে দিতে পারেন। তবে ইমরানের খানের মতো এত আসনে প্রতিদ্বন্দ্বিতা সচরাচর কেউ করে না। গত এপ্রিলে ক্ষমতা হানোর পর পাকিস্তানের রাজনৈতিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইমরান খানের বিরুদ্ধে। তখন তিনি তার সব সংসদ সদস্যদের আসন ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এতে পাকিস্তানের জাতীয় পরিষদে তার দলের কোনো সদস্য ছিল না। অবশেষে পিটিআইয়ের ছাড়া আটটি আসনে উপ-নির্বাচন ডাকে নির্বাচন কমিশন। তবে আগামী নির্বাচনের জন্য আগের বিজয়ী আসনগুলোতে আর উপ-নির্বাচনের অংশ নিবেন না বলে জানিয়েছিলেন ইমরান খান। পাকিস্তানজুড়ে হাজার হাজার মানুষ নিয়ে প্রতিনিয়ত র‌্যালি আয়োজন করেন ইমরান খান। তিনি সেখানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সমালোচনা করেন। এমনকি তার সমালোচনা থেকে বাদ যায়নি পাকিস্তানের সামরিক বাহিনীও। তাকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করা হয়েছিল বলেও বারবার দাবি করেন ইমরান। ইসলামাবাদের রিসার্চ এবং নিরাপত্তা কেন্দ্রেরে বিশ্লেষক ইমতিয়াজ গুল বলেন, সম্মিলিত বিরোধিতার মুখে আটটির মধ্যে ছয়টি আসনে জয়ী হওয়াটা ছোট কিছু নয়।

আন্তর্জাতিক-এর আরও খবর