মার্কিন ‘নকশা’য় যুদ্ধ করছে ইউক্রেন

  বিশেষ প্রতিনিধি    29-08-2022    184
মার্কিন ‘নকশা’য় যুদ্ধ করছে ইউক্রেন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর প্রণীত কৌশল বা নকশা ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে এখন যুদ্ধ করছে ইউক্রেন। রাশিয়ার বিশাল শক্তিশালী সামরিক বাহিনীকে রুখে দিতেই কৌশলটি পেয়েছে কিয়েভ। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ছয় মাস অতিক্রান্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, ‘মেথড অব রেসিসটেন্স ওয়াফেয়ার’ কৌশল ব্যবহার করে যুদ্ধ করছে ইউক্রেন। এটি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর দ্বারা উদ্ভাবিত। ২০১৩ সালে জর্জিয়ার সঙ্গে রাশিয়ার যুদ্ধের সময় এটি তৈরি করা হয়। তবে রাশিয়া যখন ২০১৪ সালে ক্রিমিয়া দখল করলো তখন তারা এটির মূল্য অনুধাবন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এ নকশা দ্বারা যেকোনো ছোট দেশ প্রতিবেশি বড় দেশগুলোর অভিযান প্রতিরোধ করতে পারবে। রাশিয়া রক্তপাতহীনভাবে অনেক স্থান দখল করে যুক্ত করেছে, যা দেখে আশ্চর্য হয়েছে ইউক্রেন ও পশ্চিমারা। অনেক গবেষণার পর দখলদারদের প্রতিরোধ করতে শুধু সামরিক নয়, বেসামরিক লোকদের যুক্ত করার পরিকল্পনার কথা ইউক্রেনকে জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ মতবাদকে বলা হচ্ছে রক। এটি উদ্ভাবনী ও নতুন কৌশল যা যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী নেতৃত্ব দেবে না। বরং দেশের বিভিন্ন অংশ থেকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক লোক যুদ্ধ করবে। ইউরোপে বিশেষ অভিযান পরিচালনাকারী ও রক কৌশলে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মার্ক চাওয়ার্থ বলেন, ইউক্রেন সরকারের বৃহৎ প্রতিরক্ষার কাছে অনেক হাত রয়েছে। তারা প্রত্যেক সরঞ্জাম ব্যবহার করছে। এছাড়া তারা এমন কিছু নতুন উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবহার করছে যা রাশিয়া ফেডারেশন সৈন্যদের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

আন্তর্জাতিক-এর আরও খবর