অভ্যন্তরীণ এবং বর্হিমুখী পর্যটন শিল্পের সম্ভাবনা বৃদ্ধিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    29-08-2022    220
অভ্যন্তরীণ এবং বর্হিমুখী পর্যটন শিল্পের সম্ভাবনা বৃদ্ধিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ-নেপাল দুই প্রতিবেশী দেশসহ আরো প্রতিবেশীগুলোর মধ্যে অভ্যন্তরীণ এবং বহির্মুখী পর্যটন শিল্পের সম্ভাবনা বৃদ্ধিতে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার কক্সবাজারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে হোটেল শৈবালের সাগরিকা রেস্তোঁরায় নেপালের ডেলিগেট টিমের সাথে বাংলাদেশ-নেপাল ট্যুরিজম প্রমোশন এন্ড কালচারাল নাইট শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো জাবেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, নেপাল ট্যুরিজম বোর্ডের পরিচালক নন্দিনী লাহে থাপা, নেপাল এসোসিয়েশন অফ ট্যুর এন্ড ট্রাভেল এজেন্ট এর ভাইস চেয়ারম্যান অচ্যুত গুরাগাইন বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, পদস্থ সরকারি কর্মকর্তা, বাংলাদেশ ও নেপালের ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের প্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পর্যটন-এর আরও খবর