ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

  বিশেষ প্রতিনিধি    04-11-2022    158
ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের ওপর বন্দুক হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। শুক্রবার বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে লং মার্চের সময় ইমরান খানের গাড়িতে দুই হামলাকারী গুলি চালায়। এতে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান।

শুক্রবার ডন অনলাইন জানিয়েছে, ফইজাবাদে পিটিআইয়ের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে।

পিটিআই সমর্থকরা লাহোরে পাঞ্জাব গভর্নর হাউসের বাইরে জড়ো হয়েছে। বিক্ষোভকারীরা গভর্নর হাউসের বাইরে টায়ার পোড়ায়। কয়েকজন বিক্ষোভকারী ভবনে প্রবেশের চেষ্টা করে এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

ইমরান খানের ওপর বন্দুক হামলার প্রতিবাদে পিটিআই সমর্থকরা পেশোয়ার টোল প্লাজার কাছে জড়ো হয়েছিল। পেশোয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামানের নেতৃত্বে ইনসাফ আইনজীবী ফোরাম আয়োজিত এই বিক্ষোভের আয়োজন করেছিল। এসময় বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দেয়।

ইমরানের ওপর হামলার প্রতিবাদে বন্দর নগরী করাচি এবং বেলুচিস্তানের রাজধানী কোয়েটাতেও বিক্ষোভ হয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর