বন্ধুর খোঁজে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    05-11-2022    181
বন্ধুর খোঁজে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর বৈশ্বিক চাপে থাকা মস্কো বিশ্বজুড়ে বন্ধু খুঁজে বেড়াচ্ছে। সেই লক্ষে ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) হতে যাওয়া বৈঠকে অংশ নিতে এবার ঢাকায় আসার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। ঢাকায় সের্গেই লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আগামী ২২ ও ২৩ নভেম্বর সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে।

সংগঠনটির বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এর সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক। সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও এ বৈঠকে যোগ দেবে আইওআরএর ডায়ালগ অংশীদাররা। এবারের বৈঠকে আইওআরএর ডায়ালগ অংশীদার হিসেবে যোগ দিতে ২৪ নভেম্বর ঢাকা আসার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এতে দুই দেশের সহযোগিতা-সংক্রান্ত আলোচনাও হতে পারে। তবে কোনো ধরনের চুক্তি হচ্ছে না।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম জানান, ঢাকায় এ বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৈঠকে ডায়ালগ অংশীদারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর