কক্সবাজারে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

  বিশেষ প্রতিনিধি    10-11-2022    181
কক্সবাজারে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন

কক্সবাজারে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এ উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাই স্কুল। রানার-আপ হয়েছে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নাবিদ মাহবুব আবতাহি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কক্সবাজারে কক্সবাজার মডেল হাই স্কুল প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান বিতর্ক এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সুহৃদ সমাবেশ’র উপদেষ্টা ও কক্সবাজার সিটি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক মঈনুল হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিভীষণ কান্তি দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী ও দৈনিক সমকালের কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন। বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমেদ, কক্সবাজার সহৃদ সমাবেশ’র সহসভাপতি মাহবুবুর রহমান, বাংলঅদেশ নদী পরিভ্রাজক দলের যুগ্মসম্পাদক ইসলাম মাহমুদ ও বিচারকদের পক্ষে কক্সবাজার পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহমিদুল মুনতাসির।

কক্সবাজার সহৃদ সমাবেশ’র সাধারণ সম্পাদক বেদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক উৎসবে বিচারকের দ্বায়িত্বে ছিলেন, কক্সবাজার জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন ও কক্সবাজার পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহমিদুল মুনতাসির।

প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিভীষণ কান্তি দাশ তার বক্তব্যে বলেন, ‘সংবাদের পাশাপাশি বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে এবং সেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে দৈনিক সমকালের ভুমিকা প্রশংসনীয়। আশাকরি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে সমকাল।’

সারাদেশ-এর আরও খবর