মারা গেছেন সাবেক পোপ বেনেডিক্ট

  বিশেষ প্রতিনিধি    31-12-2022    188
মারা গেছেন সাবেক পোপ বেনেডিক্ট

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। শনিবার ৯৫ বছর বয়সী বেনেডিক্ট ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান বলে জানিয়েছে বিবিসি।

আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন পোপ বেনেডিক্ট। ২০১৩ সালে তিনি চার্চের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। ১৪১৫ সালে গ্রেগরি দ্বাদশের পর তিনিই প্রথম পোপ, যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। বেনেডিক্ট তার শেষ দিনগুলো ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন।

ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখের সাথে আমি আপনাদের জানাচ্ছি যে পোপ ইমেরিটাস, বেনেডিক্ট ষোড়শ আজ সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে মারা গেছেন।’

সাবেক এই পোনটিফ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে বয়স বাড়তে থাকায় তার অবস্থা আরও খারাপের দিকে যায়।

জার্মানিতে জন্মগ্রহণ করা জোসেফ রেটজিঙ্গারবেনেডিক্টের ২০০৫ সালে ৭৮ বছর বয়সে পোপ নির্বাচিত হন। তার আমলে ক্যাথলিক চার্চ যাজকদের শিশু নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল।

আন্তর্জাতিক-এর আরও খবর