কুতুবদিয়ায় স্কুলে স্কুলে বই উৎসব

  বিশেষ প্রতিনিধি    01-01-2023    161
কুতুবদিয়ায় স্কুলে স্কুলে বই উৎসব

নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনে পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীরা। এ নতুন বছরের শুরুতেই নতুন বই কে দিয়েছে জিজ্ঞেসা করলে? শিশুরা চিৎকার করে বলে উঠল “প্রধানমন্ত্রী শেখ হাসিনা”।

রোববার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পাঠ্যবই উৎসব। স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে ম্যানেজিং কমিটি, অভিভাবক বৃন্দ, সুধীমহল, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে বই দিবস উদ্বোধন করেন । এদিকে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উৎসবটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা।

এসময় সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাজ মিত্র চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব সাধারণ সম্পাদক হাজী মো তাহের উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, প্রাথমিক পর্যায়ে সরকারি-বেসরকারি ৮৫টি প্রতিষ্ঠানের ২১হাজার জন শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ১৮টি প্রতিষ্ঠানে ২৩ হাজার ২’শ ৬৫ জন এবং মাদ্রাসার ইবতেদায়ী শ্রেণির ১১হাজার ৮০ জন শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেয়ার সার্বিক প্রস্তুতি ইতিপূর্বেই নিয়ে রেখেছিলাম। রবিবার বছরের প্রথমদিনেই আমরা আমাদের উপজেলার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছি। নতুন বই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

সারাদেশ-এর আরও খবর