রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন কক্সবাজারের সন্তান বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন

  বিশেষ প্রতিনিধি    04-01-2023    147
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন কক্সবাজারের সন্তান বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন

রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) সাহসিকতায় মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। গতকাল (৩ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকেই আনুষ্ঠানিক ভাবে তাকে এই পদক প্রদান করেন। এবারের পুলিশ সপ্তাহে ১১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেয়া হবে। ২৮শে ডিসেম্বর বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) স্বাক্ষরিত পিপিএম পদক প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছে মর্মে বাঁশখালী থানার অফিস ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিনকে একটি পত্র প্রদান করা হয়। ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত হতে যাচ্ছেন তিনি। ইতিপূর্বে তিনবার শ্রেষ্ঠ ওসি হিসেবে পদকে ভূষিত হয়েছিলেন তিনি।

বাঁশখালী থানার ওসি, কক্সবাজারের সন্তান মো. কামাল উদ্দিন বলেন, ‘মনস্তাত্ত্বিক চিন্তাশক্তি ও ভালবাসা দিয়ে আইনি কাঠামো বাস্তবায়নে থানাকে মানুষের আশ্রয়স্থল বানিয়েছি, ভয় কেন্দ্র নয়। মানুষ যখন থানায় আসে তখন প্রচণ্ড ক্ষোভ, আক্রোশ, হিংসা এবং ধ্বংসাত্মক মন নিয়ে আসে। বিপথগামী মনকে কোমল ও পরিচ্ছন্ন করতে থানার সামনে নানা জাতের ফুলের বাগান করেছি। সুন্দর সুন্দর ফুল দেখে অনেক মানুষের মন পাল্টে যায়। কেউ অপরাধী হয়ে জন্ম নেন না, অপরাধীকেও সঠিক পথে নিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’

জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর মো. কামাল উদ্দিন ওসি হিসেবে বাঁশখালী থানার দায়িত্ব নেন। এরপর থেকে গত এক বছরে উপজেলায় অপরাধের হার কমেছে অনেকটাই। এছাড়া মারামারির ঘটনা ছাড়া বাঁশখালী পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন হয়েছে বাঁশখালীতে। ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুর্গাপূজা উদযাপন এবং মেগাপ্রকল্প গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ শান্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসি কামাল। এর পুরস্কারস্বরূপ মো. কামাল উদ্দিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাস এবং ২০২২ সালের জানুয়ারি মাস সম্মাননা পান।

কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা ওসি কামাল বিবিএ, এমবিএ (একাউন্টিং) পাশ করে সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগ দেন ২০০৭ সালে। ২০১৬ সালে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হন। ওসি হিসেবে প্রথম ২০২১ সালের ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগ দেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, মনস্তাত্ত্বিক চিন্তাশক্তি ও ভালবাসা দিয়ে আইনি কাঠামো বাস্তবায়নে থানাকে মানুষের আশ্রয়স্থল বানিয়েছি। ভয়কেন্দ্র নয়। মানুষ যখন থানায় আসে প্রচন্ড ক্ষোভ, আক্রোশ, প্রতিশোধ, হিংসা এবং ধ্বংসাত্বক মন নিয়ে আসে। বিপদগামী মনকে কোমল ও পরিচ্ছন্ন করতে থানার সামনে নানা জাতের ফুলের বাগান করেছি। সুন্দর সুন্দর ফুল দেখে অনেক মানুষের মন পাল্টে যায়। কেউ অপরাধী হয়ে জন্মনেন না, অপরাধীকেও সঠিক পথে নিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

সারাদেশ-এর আরও খবর