সাবেক সেনাপ্রধানকে নিয়ে ‘বোমা ফাটালেন’ ইমরান খান

  বিশেষ প্রতিনিধি    06-01-2023    187
সাবেক সেনাপ্রধানকে নিয়ে ‘বোমা ফাটালেন’ ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (টিটিপি) চেয়ারম্যান ইমরান খান। তিনি অভিযোগ করেন, জাভেদ তাকে হত্যা করে দেশে জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন। লাহোরে বোল নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইমরান খান।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর পর থেকে তিনি কামার জাভেদ বাজওয়াকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন।

২০২২ সালে নভেম্ভরের ৩ তারিখ এক র‍্যালিতে গুলিবিদ্ধ হন ইমরান খান। এজন্য তিনি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহসহ এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে দায়ী করেন।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বাজওয়া সম্পর্কে অভিযোগ করতে নিষেধ করেছেন। কিন্তু বাজওয়া যেসব অপরাধ করেছেন সেই সব গোপন রাখবো না।

দেশটির প্রভাবশালী পত্রিকা ডন বলছে, সাক্ষাৎকারে ইমরান খান দাবি করেছেন বাজওয়া তাকে হত্যা করতে চেয়েছিলেন। ইমরান খানের এই সাক্ষাৎকার এখনো প্রচার হয়নি বলে খবরে বলা হয়েছে।

এর আগেও গত মাসে ইমরান খান অভিযোগ করেন, বাজওয়া তার সরকারের সঙ্গে ডাবল গেম খেলেছে। জাভেদের সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি করে অনেক বড় ভুল করেছেন বলেও দাবি করেছেন ইমরান খান।

গত বছরের ২৯ নভেম্বর সেনাপ্রধান থেকে অবসর নেন কামার জাভেদ বাজওয়া। তবে এর আগে ইমরান খান ক্ষমতায় থাকাকালীন ২০১৯ সালে জাভেদের তিন বছর মেয়াদ বৃদ্ধি করেছিলেন।

আন্তর্জাতিক-এর আরও খবর