স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়: শামসুল হক টুকু

  বিশেষ প্রতিনিধি    07-01-2023    149
স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়: শামসুল হক টুকু

স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

শুক্রবার সকালে কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন এবং সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেপুটি স্পীকার আরও বলেন, স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে উল্লেখ করেন প্রধান অতিথি। তিনি বলেন, ‘২০৪১ সালের সৈনিক হিসেবে তরুণদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।’

এসময় কক্সবাজারসহ দেশের উন্নয়নের একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে বর্তমান সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন ডেপুটি স্পীকার।

প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংবর্ধিত অতিথি ডেপুটি স্পীকার পুত্র পাবনার ভেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামস, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, ব্যরিষ্টার প্রশান্ত ভুষন বড়ুয়া ও কাউন্সিলরবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংসদের স্পীকার মোঃ শামসুল হক টুকুকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

সারাদেশ-এর আরও খবর