রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে মিয়ানমারের কারণে : চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    11-01-2023    191
রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে মিয়ানমারের কারণে : চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার মধ্যরাতে আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

এ সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। যাত্রাবিরতিতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠক করেন তাঁরা।

এ কে মোমেন বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যে ঢাকা সফর করলেন। এটি আমাদের জন্য ভালো খবর।

রোহিঙ্গা সংকট নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারে কিছু সমস্যা হচ্ছে, সে কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে।

তাঁরা বলেছেন, এই সংকট দীর্ঘায়িত হলে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হবে।

অপরদিকে বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করলে জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের প্রতি জাপানি সহায়তা অব্যাহত রাখাসহ দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সুরক্ষায় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাপান তার সহায়তা অব্যাহত রাখবে।

নতুন রাষ্ট্রদূত তার মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন ড. মোমেন। জাপানি দূতকে দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন

সারাদেশ-এর আরও খবর