আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শীর্ষ তালেবান নেতাসহ নিহত ১৪

  বিশেষ প্রতিনিধি    02-09-2022    162
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শীর্ষ তালেবান নেতাসহ নিহত ১৪

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের একটি মসজিদের বাইরে ভয়াবহ বিস্ফোরণে তালেবানের শীর্ষ এক নেতাসহ অনেক মানুষ নিহত হয়েছেন। হেরাতের পুলিশ মুখপাত্র মাহমুদ রাসোলি বলেন, মুজিব রহমান আনসারি কয়েকজন নিরাপত্তা কর্মীসহ মসজিদে যাচ্ছিলেন। এ সময় বিস্ফেরণ ঘটলে তারা মারা যান। তবে এ বিস্ফোরণে কতজন মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেননি রাসোলি। তবে আল-জাজিরা এক সূত্রের বরাতে জানিয়েছে, বিস্ফোরণে ১৪ জন মারা গেছেন। আনসারিকে হত্যার নিন্দা জানিয়ে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ জানান, অপরাধীদের কড়া শাস্তির আওতায় আনা হবে। গত জুনে আয়োজিত এক বিশাল শীর্ষ আলেমদের জনসভায় তালেবানদের পক্ষে জোরালোভাবে সমর্থন জানিয়ে কথা বলেন মুজিব রহমান আনাসারি। ঐ সময় তালেবানের বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তিদের তিনি নিন্দা জানান। এক্সপ্রেস টিব্রিউটের এক প্রতিবেদনে জানানো হয়, হেরাত শহরের মসজিদের বাইরের এ হামলার দায় স্বীকার করেছে আইএসের খোরাসান শাখা। তালেবান বলছে, এক বছর আগে ক্ষমতা গ্রহণের পর দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করছে। তবে কয়েকমাসে বেশ কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানে। এর মধ্যে ব্যস্ততম মসজিদে নামাজের সময় হামলাগুলো চালানো হয়। আফগান বার্তা সংস্থা টলো নিউজ জানায়, আনসারি গোজারাহ মসজিদের ইমাম ছিলেন। মসজিদে যাওয়ার সময়ই বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়।

আন্তর্জাতিক-এর আরও খবর