টেকনাফে কোস্টগার্ডের অভিযান ইয়াবা ও মদ জব্দ

  বিশেষ প্রতিনিধি    15-01-2023    205
টেকনাফে কোস্টগার্ডের অভিযান ইয়াবা ও মদ জব্দ

টেকনাফ এবং সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা এবং ১ হাজার ৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জানুয়ারি) তুলাতলী ঘাট ও ঝাউবাগান থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আবদুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শনিবার (১৪ জানুয়ারী)

ভোররাতে বিসিজি স্টেশান টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা তুলাতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তুলাতলী ঘাট থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তা কাঁধে নিয়ে মেরিন ড্রাইভে উঠতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। ওই লোকটি কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বস্তাটি রাস্তার পাশের জঙ্গলে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং তল্লাশী চালিয়ে বস্তাবর্তী জালের মধ্যে লুকিয়ে রাখা ১৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

অপরদিকে একইদিনে সেন্টমার্টিন বিসিজি স্টেশান শাহপরীদ্বীপের দক্ষিণ বীচ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দ্বীপের দক্ষিণ বীচ এলাকায় ঝাউবনের ভিতরে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় বেশ কিছু বস্তা দেখা যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ওই স্থান থেকে ৪২টি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো তল্লাশী করে ১হাজার ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তিনি আরো জানান- জব্দকৃত ইয়াবা ও বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর