বাইডেনের বাড়িতে আরও গোপন নথির সন্ধান

  বিশেষ প্রতিনিধি    16-01-2023    190
বাইডেনের বাড়িতে আরও গোপন নথির সন্ধান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের পারিবারিক বাড়িতে আরও গোপন নথি পাওয়া গেছে। সেখানে আরও পাঁচ পৃষ্ঠা গোপন নথি পাওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাইডেনের আইনজীবী রিচার্ড সাউবের বলেছেন, বৃহস্পতিবার সন্ধান পাওয়া নথিগুলো তাৎক্ষণিকভাবে জাস্টিস ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেছেন, এই নথিগুলো বারাক ওবামার আমলে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ের।

বাইডেন কর্তৃক রাষ্ট্রীয় গোপন নথি রক্ষণাবেক্ষণের বিষয়টি তদন্ত করছেন একজন স্পেশাল কাউন্সেল।

ব্যক্তিগত কার্যালয় ও বাসা থেকে একাধিক দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারকে বাইডেনের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর বিবেচনা করা হচ্ছে। কারণ এমন সময় এগুলোর সন্ধান পাওয়ার কথা সামনে আসছে যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নথি অব্যবস্থাপনার অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন।

প্রথম দফা নভেম্বরে পেন বাইডেন সেন্টারে ১০টি নথি পাওয়া গিয়েছিল। তবে চলতি সপ্তাহে বিষয়টি প্রকাশ্যে আসে। এই নথিগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সম্পর্কিত মেমো ও ব্রিফিং।

বুধবার যেসব নথি পাওয়া গেছে সেগুলো কবে বা কোথায় পাওয়া গেছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এগুলো পেয়েছেন বাইডেনের এক সহযোগী।

রাষ্ট্রীয় গোপন নথিতে বিশেষ অনুমতি সাপেক্ষে সীমিত সংখ্যক মানুষের প্রবেশগম্যতা রয়েছে। এগুলো কীভাবে রাখতে এবং সংরক্ষণ করতে হবে সেই বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর