আকাশে দুই ভারতীয় যুদ্ধ বিমানের সংঘর্ষ, এক পাইলট নিহত

  বিশেষ প্রতিনিধি    28-01-2023    205
আকাশে দুই ভারতীয় যুদ্ধ বিমানের সংঘর্ষ, এক পাইলট নিহত

আকাশে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) দিল্লি থেকে ৩০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী।

সংঘর্ষের আগে দুটি ফাইটার বিমানই শনিবার সকালে গোয়ারিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। ধর্মেন্দর গৌর কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা একটি ফাইটার প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি। পাহড়গড় জঙ্গলে একজন পাইলটকে আহত অবস্থায় পেয়েছি।

ভারতীয় বিমান বাহিনী শোক প্রকাশ করে জানিয়েছে, দুটি ফাইটার জেটের একটি ‘সুখোই সু-৩০’ ও একটি ‘মিরাজ ২০০০’ প্রশিক্ষণ অনুশীলন চলাকালে বিধ্বস্ত হয়েছে। একজন পাইলট মারা গেছেন।

আন্তর্জাতিক-এর আরও খবর