প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র

  বিশেষ প্রতিনিধি    28-01-2023    201
প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র

কিম ইয়ো জং। ছবি: এপি

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে উন্নত যুদ্ধ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও কানাডা। কিয়েভকে এই ধরনের ট্যাংক সহায়তার ঘোষণায় চটেছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) হুঁশিয়ারি দিয়ে কিমের বোন বলেন, ‘ইউক্রেনকে ট্যাংক দিয়ে আবারও ‘সীমা লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ‘রেড লাইন’ অতিক্রম করে রাশিয়াকে ধ্বংস করতে ‘প্রক্সি যুদ্ধে’ লিপ্ত হয়েছে।

মিত্রদের কাছে বারবার উন্নত প্রযুক্তির ট্যাংক চেয়ে আসছিল কিয়েভ। অনেক নাটকীয়তার পর সম্প্রতি ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাতে রাজি হয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রও জেলেনস্কির সরকারকে ৩১টি শক্তিশালী ‘আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই ইউক্রেনকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা।

এই ধরনের বিশেষ ট্যাংক পেতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্রদেশগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাৎক্ষণিকভাবে পশ্চিমাদের ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি শোনে কড়া প্রতিবাদ জানিয়েছে ক্রেমলিন। এসব ট্যাংকের পরিণতি সম্পর্কে পশ্চিমাদের সতর্কও করেছে দেশটি। এই তালিকায় যুক্ত হয়েছে এবার রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া।

কিম ইউ জং শুক্রবার বিবৃতিতে বলেন, ‘ভূমি থেকে আক্রমণে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য গুরুতর উদ্বেগ প্রকাশ করছি আমরা’।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার কৌশলগত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং চ্যালেঞ্জ তৈরি করেছে। আঞ্চলিক পরিস্থিতিকে বর্তমান গুরুতর পর্যায়ে ঠেলে দিয়েছে তারা। আমি বিশ্বাস করি, যুদ্ধের ময়দানে যে সব অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমারা গর্ব করছে, রুশ সেনাবাহিনী সেসব ছাই করে দেবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার যুদ্ধের ইস্যুতে কিম জং উনের বোনকে এভাবে বিবৃতিতে দিতে দেখা যায়নি। সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর