কক্সবাজার চুরাশিয়ানদের পিকনিক শুক্রবার

  বিশেষ প্রতিনিধি    16-02-2023    218
কক্সবাজার চুরাশিয়ানদের পিকনিক শুক্রবার

১৯৮৪ সালে কক্সবাজারে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সংগঠন ‘এসএসসি ১৯৮৪ এসোসিয়েশন কক্সবাজার’ এর বার্ষিক পিকনিক আগামী শুক্রবার ১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ পিকনিক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যময় স্থান মেরিন ড্রাইভ রোডের দরিয়ানগরের দক্ষিণে “হিমছড়ি হলিডেইন” আয়োজন করা হয়েছে।

চুরাশিয়ানদের পিকনিক উপ কমিটির আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী জানান, গত ২ বছর কোভিড-১৯ পরিস্থিতির কারণে চুরাশিয়ানদের পিকনিক খুব ব্যাপক আকারে নাহলেও এবারের পিকনিক নান্দনিক ও উপভোগ্য করতে রয়েছে বাহারি সব আয়োজন। তারমধ্যে, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি খেলাধুলা, পিঠা উৎসব, র‍্যাফেল ড্র, বিনোদনময় বিভিন্ন প্রতিযোগিতা।

আয়োজকদের অন্যতম ডা. বশীর আহমেদ জানান, পিকনিকে অংশ নিতে ‘এসএসসি ১৯৮৪ এসোসিয়েশন কক্সবাজার’ এর সদস্য ও তাদের পরিবারের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এবার রেজিষ্ট্রেশন করেছেন। এবারের পিকনিক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কক্সবাজারে এসএসসি ব্যাচ ভিত্তিক এসোসিয়েশন এর পাইওনিয়ার “এসএসসি ১৯৮৪ এসোসিয়েশন কক্সবাজার” এর সদস্য চুরাশিয়ান নিরুপম পাল নিরু বলেন, কক্সবাজার চুরাশিয়ান মানে, নতুন কিছু, নতুন চমক। এবারের পিকনিকেও তার ব্যতিক্রম হবেনা। তিনি আরো বলেন, মনোমুগ্ধকর সব আয়োজনের সাথে থাকবে নতুনত্ব ও নান্দনিকতার পরশ।

চুরাশিয়ানদের পিকনিক উপ কমিটির অন্যতম দায়িত্বশীল নুরুল আলম জানান, পরিকল্পনা অনুযায়ী পিকনিকের সব আয়োজন ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। তিনি চুরাশিয়ানদের পিকনিককে উপভোগ্য ও আনন্দময় করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সারাদেশ-এর আরও খবর