কক্সবাজার জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০ ফেব্রুয়ারি : টার্গেট ৪ লাখ ৭৭ হাজার ৮০২ শিশু

  বিশেষ প্রতিনিধি    17-02-2023    237
কক্সবাজার জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০ ফেব্রুয়ারি : টার্গেট ৪ লাখ ৭৭ হাজার ৮০২ শিশু

সারাদেশের ন্যায় কক্সবাজার জেলাতেও আগামী ২০ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩। সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার জেলায় সপ্তাহব্যাপী বা চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হলেও এবার মাত্র একদিন এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এক সংবাদ সম্মেলন জেলা ইপিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে সপ্তাহব্যাপী বা চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হলেও এবার কক্সবাজার জেলায় মাত্র একদিন এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ২০ ফ্রেব্রুয়ারি জেলার ৮ উপজেলার ৭২ ইউনিয়নের ২১৬টি ওয়ার্ডে ৬–৫৯ মাস বয়সী সবমিলিয়ে ৪ লাখ ৭৭ হাজার ৮০২ শিশুকে এবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাঝে ৬–১১ মাস বয়সী ৫৮ হাজার ৩৭০ জন ও ১২–৫৯ মাস বয়সী ৪ লাখ ১৯ হাজার ৪৩২ জন শিশু রয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। সেই সঙ্গে শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ালে বাচ্চাদের কোন ক্ষতি হয় না। জেলায় সকল শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আসে সেজন্য সকলের কাছে সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, জেলার ৮ উপজেলার ৭২ ইউনিয়নের ২১৬টি ওয়ার্ডের ১ হাজার ৮৭৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে।এ ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে সম্পন্নকরণের লক্ষ্যে ৮ হাজার ৭৪৬জন স্বেচ্ছাসেবক ও ২৩৪ জন তত্বাবধায়ক নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে সবধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। জেলায় সকল শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আসে সে জন্য গণমাধ্যম,শিক্ষক,মসজিদের ঈমামসহ সকলের কাছে সহযোগীতা প্রত্যাশা করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার ইমরুল কায়েস,কণিণিকা দস্তিদার,ইউনিসেফের প্রতিনিধি শাহ আলম ও জেলা স্বাস্থ্য সুপার সাইফুল ইসলাম।

সারাদেশ-এর আরও খবর