টেকনাফে পাচারকারীরা পৌনে ৭ কোটি টাকার আইস ও জাল ফেলে পালালেন

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    220
টেকনাফে পাচারকারীরা পৌনে ৭ কোটি টাকার আইস ও জাল ফেলে পালালেন

কক্সবাজারের টেকনাফ থেকে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি সুতার জালসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নাফ নদীর জলিলের দিয়ার এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

রোববার এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

বিজিবি সূত্র জানায়,শনিবার রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদী এলাকা দিয়ে মিয়ানমার থেকে নৌকায় করে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা নাফ নদীর জলিলের দিয়া এলাকায় অবস্থান নেয়।

কিছুক্ষণ পর একটি নৌকা করে দুজন ব্যক্তিকে দেখতে তাদের সংকেত দিলে বিজিবির উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করলে একটি ব্যাগের ভেতর ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি সুতার জাল জব্দ করা হয়।

এসব আইস ও জালের আনুমানিক মূল্য ৬ কোটি ৭৬ লাখ ৭৩হাজার টাকা।

অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘জব্দ করা আইস ও জাল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে এসব মাদক ও জাল সকলের উপস্থিতিতে ধ্বংস করা হবে।’

সারাদেশ-এর আরও খবর