জেলায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  বিশেষ প্রতিনিধি    21-02-2023    219
জেলায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কক্সবাজার জেলায় বিনম্র শ্রদ্ধায় উদযাপিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার প্রেস ক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক সংসদ কক্সবাজারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

বিকালে শহীদ দৌলত ময়দানে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। বক্তব্য রাখেন রেজাউল করিম, সালাহউদ্দিন আহমদ সিআইপি ও এডভোকেট রনজিত দাশ।

সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ‘বাংলা ভাষা ও স্বাধীনতা বিরোধীদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। যারা ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও সম্মান জানায় তাদেরই মানুষ ক্ষমতায় দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘বাংলা ভাষা নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান ৭ম। তবে অবস্থান আরও শীর্ষে হওয়া উচিত ছিল। বিশ্বে ২৬ কোটি ৮০ লক্ষ মানুষ বাংলায় কথা বলে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারাদেশ-এর আরও খবর