ইয়াবাসহ টেকনাফ উপজেলা আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    21-02-2023    199
ইয়াবাসহ টেকনাফ উপজেলা আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা থেকে ৫ হাজার ১৮৫টি ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাফেজ উল্লাহ (৬৩)। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে। মো. হাফেজ উল্লাহ টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফাত বোনজামাই।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর আজ সোমবার প্রথম আলোকে বলেন, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মো. হাফেজ উল্লাহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু বর্তমান কমিটিতে তাঁর কোনো পদ নেই।

চট্টগ্রাম র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় চট্টগ্রামের র‍্যাব-৭ গোপনে খবর পায়, কয়েকজন মাদক ব্যবসায়ী বাসে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছেন। এরপর র‍্যাব-৭-এর একটি দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় এক ব্যক্তি একটি বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর পরিচয় জানা যায়।

মো. নুরুল আবছার আরও বলেন, আটক মো. হাফেজ উল্লাহর দেওয়া তথ্যানুযায়ী, ওই বাসের মালামাল রাখার সাইডবক্সের ভেতরে রাখা তাঁর ট্রলি ব্যাগের ভেতর থেকে ৫ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. হাফেজ উল্লাহ জানান, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এসব ইয়াবা ও আটক ব্যক্তিকে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সু্ত্র : প্রথম আলো

সারাদেশ-এর আরও খবর