কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ঢাকায়, সফর করবেন রোহিঙ্গা শিবির

  বিশেষ প্রতিনিধি    24-02-2023    174
কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ঢাকায়, সফর করবেন রোহিঙ্গা শিবির

কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হরজিত্ সিং সজ্জন পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, হরজিত্ সিং সজ্জনের সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং রোহিঙ্গা সংকট নিরসনে কানাডার তত্পরতাসহ দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে বাংলাদেশ আশাবাদী।

কানাডার মন্ত্রী রোহিঙ্গা শিবির সফর করবেন। সরকারি ও বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা এবং কক্সবাজারে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামি সোমবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক এবং সংবাদ সম্মেলন করবেন কানাডার মন্ত্রী।

সারাদেশ-এর আরও খবর