কুতুবদিয়ায় “এসএ ব্রিকস” ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন

  বিশেষ প্রতিনিধি    25-02-2023    194
কুতুবদিয়ায় “এসএ ব্রিকস” ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে মেসার্স এসএ ব্রিকস নামের ইটভাটাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ইটভাটাটির বিদ্যমান পরিবেশ ছাড়পত্র বাতিল ও ইট পোড়ানোর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এটি বন্ধ করে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, স্থানীয় চেয়ারম্যান আজমগীর মাতবরসহ পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

জানা যায়, ইটভাটাটির বিদ্যমান পরিবেশ ছাড়পত্র বাতিল ও হাইকোর্টে চলমান রিট পিটিশন নং-৪০৫৮/২০২১ ইট পোড়ানোর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, কক্সবাজারের ১২৩নং স্মারকের আদেশমূলে মেসার্স এসএ ব্রিকস নামের ইটভাটাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, ইটভাটাটির চারপাশে কয়েক শতাধিক পরিবারের বসবাস। হাইস্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর চারপাশে।

ইটভাটার কারণে এলাকার শিশু থেকে বৃদ্ধ নানা ধরনের জটিল রোগে ভুগছেন।

একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রায়সময় ইটভাটার কালো ধুয়ায় ছাত্র/ছাত্রীদের পাঠদানসহ নানা ধরনের সমস্যা হয়।

বিদ্যালয়ের পাশে ইটভাটা হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্য জানান, সরকারিভাবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিনানুমতিতে ইট পোড়ানো, ইট বিক্রিসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য ইট ভাটার মালিক পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে এই ইট ভাটা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

সারাদেশ-এর আরও খবর