টেকনাফে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

  বিশেষ প্রতিনিধি    14-03-2023    205
টেকনাফে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৪) আওতায় কক্সবাজারের টেকনাফের ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।

এ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মো কামরুজ্জামান।

প্রধান অতিথি সাবেক সাংসদ ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বদি , সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর , উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে ও সরোয়ার আলম প্রমূখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ বোস।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে বলেন, উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আজ ৫১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। বাকি ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তীতে ল্যাপটপ বিতরণ করা হবে।

সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি তথ্য প্রযুক্তির যুগে মাল্টিমিডিয়া পাঠদানে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

সারাদেশ-এর আরও খবর