শরীরে বিশেষ যন্ত্র নিয়ে ‘গোপন’ জায়গায় যাবে পতঙ্গ!

  বিশেষ প্রতিনিধি    08-09-2022    166
শরীরে বিশেষ যন্ত্র নিয়ে ‘গোপন’ জায়গায় যাবে পতঙ্গ!

যেকোনো গোপন জায়গায় যেখানে মানুষ যেতে পারে না সেখানেই বিশেষ যন্ত্র নিয়ে চলে যাবে কৃত্রিম পতঙ্গ। সেখানে মানুষের হয়ে কাজ করে দেবে এ যন্ত্র। যন্ত্রটি দেখতে অবিকল আরশোলার মতো। এ রিমোট-কন্ট্রোলড ‘সাইবর্গ কক্রোচ’ আবিষ্কার করেছেন বিজ্ঞানীদের একটি দল। যন্ত্রটির সঙ্গে থাকবে ছোট্ট একটি ‘ওয়্যারলেস কন্ট্রোল মডিউল’। কৃত্রিম পোকাটি বহন করবে রিচার্জেবল ব্যাটারি, যাতে সোলার সেল যুক্ত থাকবে। যার কারণে চার্জ কখনো ফুরোবে না। নিরন্তর শক্তির প্রবাহ চলতেই থাকবে। পোকাটির পা নিয়ন্ত্রণ করবে রিমোট। চারপাশের পরিবেশকে বুঝে নিতে এ ছোট্ট যন্ত্রটির কোনো বিকল্প নেই। ‘এনপিজে ফ্লেক্সিবল ইলেকট্রনিক্স’ নামের একটি জার্নালে এ সংক্রান্ত একটি পেপার প্রকাশিত হয়েছে। সেখান থেকেই এ তথ্য জানা গেছে। মাদাগাস্কারের আরশোলা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। এরপর গুবরে বা অন্যান্য কীট-পতঙ্গের শরীরেও পরীক্ষা চালানো হবে। এমন একটি ডিভাইস বিজ্ঞানীরা তৈরি করতে চাইছেন, যা আংশিক যন্ত্র, আংশিক জীবন্ত পতঙ্গ। অর্থাৎ পোকাই যন্ত্রটি বহন করবে। আর সেই পোকা-যন্ত্রের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের গতি-প্রকৃতি বুঝে নেবেন সেই যন্ত্রের পরিচালক।

আন্তর্জাতিক-এর আরও খবর