ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে গণহত্যা দিবস ২০২৩ পালিত

  বিশেষ প্রতিনিধি    25-03-2023    190
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে গণহত্যা দিবস ২০২৩ পালিত

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে গণহত্যা দিবস ২০২৩ পালন করেছে। কর্মসূচীর মধ্যে সকাল ৯ টায় উপ-পরিচালক ফাহমিদা বেগম এর নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯.৩০ টায় খতমে কুরআন ও দোয়া মাহফিল এবং সকাল ১১টায় ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে, মূলত: পশ্চিমা শাসক শ্রেণির পোড়ামাটি নীতির অংশ হিসেবে ১৯৭১ সালের ২৫ মার্চ তারিখে গণহত্যা চালিয়েছিল। বীর বাঙ্গালী এতে দমে যায়নি। বরং ২৬ মার্চ ১৯৭১ থেকে চূড়ান্ত স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

সারাদেশ-এর আরও খবর