কে হলেন আবুধাবির ক্রাউন প্রিন্স

  বিশেষ প্রতিনিধি    31-03-2023    134
কে হলেন আবুধাবির ক্রাউন প্রিন্স

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদকে রাজধানী আবুধাবির ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট পদে নিজের ভাই শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের নাম ঘোষণা করেছেন তিনি। খবর আল জাজিরার।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রশাসনের অন্যতম শীর্ষ এই পদটির মর্যাদা দুবাইয়ের শাসকের সমতুল্য। কারণ এতদিন দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। এর বাইরে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আবুধাবির উপশাসক (ডেপুটি রুলার) পদেও নিজের অপর দুই ভাইয়ের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। তারা হলেন যথাক্রমে তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান এবং হাজ্জা বিন জায়েদ আল নাহিয়ান।

তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ ব্যবসায়ী। দেশটির বাণিজ্যের নিয়ন্ত্রণও এতদিন তার হাতে ছিল। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে এসব তথ্য। ১৯৭১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল সংযুক্ত আরব আমিরাত।

আন্তর্জাতিক-এর আরও খবর