একদিনের সফরে নাইক্ষ্যংছড়িতে আসছে দুই মন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    05-04-2023    113
একদিনের সফরে নাইক্ষ্যংছড়িতে আসছে দুই মন্ত্রী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একদিনের সরকারি সফরে আসছেন দুই মন্ত্রী, কৃষি মন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক এমপি ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বুধবার ৫ এপ্রিল সকাল ৯টার সময়ে দুই মন্ত্রী ও তাঁদের সফর সঙ্গীরা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলীতে অবস্থিত ১১বিজিবির জারুলিয়াছড়ি বিওপিতে আকাশ পথে হেলিকপ্টার যোগে অবতরণ করবেন। এই সফরে মন্ত্রীদ্বয় কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শন করবেন,এরপর চাষীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবে।

মন্ত্রীদ্বয়ের সফর সঙ্গী হিসেবে থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার,বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড.শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস,কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক,উভয় মন্ত্রীর একান্ত সহকারী সচিববৃন্দ প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

জানা যায়, চাষীদের সাথে মতবিনিময় সভা শেষে উভয় মন্ত্রী দুপুর বারোটায় হেলিকপ্টার যোগে খাগড়াছড়ির উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবে।

সারাদেশ-এর আরও খবর