চীন ও ব্রাজিলের প্রেসিডেন্ট দ্বয়ের বৈঠক অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    14-04-2023    108
চীন ও ব্রাজিলের প্রেসিডেন্ট দ্বয়ের বৈঠক অনুষ্ঠিত

শুক্রবার বিকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক বৈঠক করেন।

জিনপিং লুলার চীন সফরে স্বাগত জানিয়ে বলেন, বেইজিংয়ে বসন্তকালের সুন্দর পরিবেশে আবার পুরানো বন্ধুকে দেখে তিনি খুব আপ্লুত। প্রথমে তিনি লুলাকে নতুন সরকারের নেতৃত্ব দেয়ায় অভিনন্দন জানান। জিনপিং বলেন, চীন ও ব্রাজিল পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার দেশ। দু’দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। চীন সবসময় কৌশলগত এবং দীর্ঘস্থায়ী দৃষ্টিকোণ থেকে দু’দেশের সম্পর্ক বিবেচনা করে। চীন দু’দেশের সম্পর্ককে কূটনীতির অগ্রাধিকার দেয়। লুলা চীনা জনগণের পুরানো বন্ধু, তিনি সবসময় চীন-ব্রাজিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সমর্থন করেন। তিনি প্রেসিডেন্ট লুলার সঙ্গে কৌশলগত দিক থেকে নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন ভবিষ্যত্ সৃষ্টি করা এবং দু’দেশের জনগণের জন্য আরো কল্যাণ বয়ে আনতে আগ্রহী।

জিনপিং জোর দিয়ে বলেন, চলতি বছর চীনের সার্বিকভাবে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নের সূচনা বছর। সিপিসি চীনা জনগণের নেতৃত্ব দিয়ে সমাজতন্ত্রের সার্বিক আধুনিক শক্তিশালী দেশ গঠন করছে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন দিয়ে চীনা জাতির মহান পুনরুত্থান জোরদার করছে। চীন উচ্চ মানের উন্মুক্তকরণ বাড়িয়েছে, যা ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য আরো বেশি সুযোগ বয়ে আনবে।

তিনি বিশ্বাস করেন, টেকসই সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের জন্য চীন-ব্রাজিল সম্পর্ক নিশ্চয় আঞ্চলিক ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র: সিআরআই।

আন্তর্জাতিক-এর আরও খবর