ঈদে কক্সবাজারের হোটেলে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

  বিশেষ প্রতিনিধি    17-04-2023    216
ঈদে কক্সবাজারের হোটেলে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পবিত্র মাহে রমজানের কারণে কোথাও নেই পর্যটকের আনাগোনা। তবে ঈদের টানা ছুটিতে প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসার অপেক্ষায় হোটেল ব্যবসায়ীরা। তাই ঈদে পর্যটকদের জন্য হোটেল কক্ষের ভাড়া ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়ের কথা জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। এছাড়া, ইতোমধ্যে পর্যটক বরণের সব প্রস্তুতিও শেষ করেছেন তারা।

কক্সবাজার শহরে ৫ শতাধিক আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলোতে রঙ লাগানো, ধুঁয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। ঈদের ছুটি ৫ দিন হলেও টানা ৭ দিন কক্সবাজারে পর্যটকরা ভ্রমণে আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, আমরা ফেডারেশন ভুক্ত আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউসে ৩০-৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে অনেক পর্যটক যোগাযোগ শুরু করেছেন। এবার প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন।

তিনি আরও বলেন, ‘ঈদের টানা ৭ দিনের ছুটিতে সাড়ে ১২ কোটি টাকার বেশি ব্যবসা হবে বলে আশা করছি। কেউ যদি ছাড় না দেন পর্যটকরা যেন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি ছাড়ের ব্যবস্থা করে দেবো।’

আবাসিক হোটেল সী-গালের সহকারী ব্যবস্থাপক নুর মোহাম্মদ রাব্বী জানান, অন্যান্য আবাসিক প্রতিষ্ঠানের মতো ঈদে পর্যটক বরণের সব প্রস্তুতি শেষ করেছেন তারা। খুব বেশি পর্যটন না আসলেও আশানুরূপ পর্যটক ভ্রমণে আসবেন এমনটাই আশা করছেন। এর জন্য আলাদা আলাদ বিশেষ প্যাকেজও রয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম জানান, ঈদের ছুটিতে আবারও পর্যটকে ভরে উঠবে কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তা জোরদারের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য পর্যটন স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সৈকতের প্রবেশ পথে তল্লাশি চৌকি স্থাপন, সৈকতে পোশাক ছাড়াও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। সৈকতে বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য দল গঠন করা হয়েছে। রাইজিং বিডি

পর্যটন-এর আরও খবর