তর্কে জড়িয়ে চিংড়ি ঘের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক পলাতক

  বিশেষ প্রতিনিধি    03-05-2023    74
তর্কে জড়িয়ে চিংড়ি ঘের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক পলাতক

চকরিয়ায় তুচ্ছ ঘটনায় তর্কে জড়িয়ে আজিজুর রহমান (৩০) নামে এক চিংড়ি ঘের কমর্চারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক সুকৌশলে পালিয়ে যান। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে ডুলাহাজারা ইউনিয়নস্থ ষোলহিচ্ছার দক্ষিণে নতুন ঘোনা চিংড়ি ঘেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের পুত্র ও স্থানীয় ফখরুদ্দীন মেম্বারের চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সদস্যরা জানান, চিংড়ি ঘের কর্মচারী আজিজুর রহমান বিগত ৫ বছর পূর্বে প্রবাসে ছিলেন। পরিবারের স্বচ্ছলতা আনার জন্য তিনি বিদেশ থেকে এসে স্থানীয় মো: এহেছানের চিংড়ি ঘেরটি কাঁকড়ার জন্য এক বছরের ইজারা নেয়। তার সংসারে আফরা মনি (৩) ও এক বছর বয়সী ওয়াহেদ নামে ছেলে সন্তান রযেছে।

পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে আজিজ ছিল দ্বিতীয়। ঘটনার দিন রাত আটটার দিকে বাড়ি থেকে চিংড়ি ঘেরে যাচ্ছিল আজিজ। ওইসময় ষোলহিচ্ছার দক্ষিণে নতুন ঘোনা চিংড়ি ঘের এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী চিংড়ি ঘেরের মালিক জমির উদ্দিনের কর্মচারী মো: ইছহাক তাকে পথ গতিরোধ করে পূর্বের দিন নিয়ে যাওয়া একটি সৌরবিদ্যুতের বাল্ব নিয়ে তর্কে জড়িয়ে যান। এসময় অন্যান্য ঘের কর্মচারীদের সামনে একপর্যায়ে আজিজ বাল্বটি এনে দেবে জানালেও অভিযুক্ত ঘের কর্মচারী ইছহাক ক্ষিপ্ত হয়ে চিংড়ি ঘেরের বাসা থেকে দৌড়ে ছুরি নিয়ে এসে আজিজুর রহমানের পেটে ঢুকিয়ে দেন।

এসময় তার চিৎকারে শুনে পাশের চিংড়ি ঘের থেকে লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে ঘাতক ইসহাক পালিয়ে যায়। পরে লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত আজিজুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুলাহাজারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মেম্বার ও নিহতের চাচাতো ভাই ফখরুদ্দিন বলেন, নিহত আজিজ দীর্ঘদিন বিদেশ ছিল। মূলত তার পরিবারের স্বচ্ছলতা আনার জন্য সে ঘরে বসে না থেকে স্থানীয় এহেছান থেকে তার চিংড়ি ঘেরটি কাঁকাড়ার জন্য ইজারা নেয়। সেই সুবাধে তিনি নিয়মিত চিংড়ি ঘেরে থাকে। গতকালের একটা তুচ্ছ ঘটনার জেরে তর্কে জড়িয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার দাবী করছি প্রশাসনের কাছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, একটি বৈদ্যুতিক বাল্বের তর্কাতর্কির জের নিয়ে চিংড়ি ঘের কর্মচারী আজিজকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেয়ার পথে ঘের কর্মচারী মারা যান। এ ঘটনায় পুলিশের টিম ঘটনাস্থল ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘাতককে গ্রেপ্তারে পুলিশের কযেকটি টিম অভিযান চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

সারাদেশ-এর আরও খবর