টেকনাফে র‌্যাবের অভিযানে অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার দুই আসামী গ্রেফতার

  বিশেষ প্রতিনিধি    08-05-2023    104
টেকনাফে র‌্যাবের অভিযানে অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার দুই আসামী গ্রেফতার

টেকনাফ এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী আহাম্মদ এবং ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আব্দুল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫,অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৭ মে) রা ৮টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাপাড়ার নুরুল আলম প্রকাশ নুরের ছেলে আহাম্মদ (১৯) এবং ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী একই ইউনিয়নের আলী আকবর পাড়ার ফরিদ আহমেদের ছেলে মোঃ আব্দুল্লাহ কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী বলে জানা যায় এবং গ্রেফতার এড়াতে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী আহাম্মদ (১৯) এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-২৫, তারিখ-১০/০৪/২০২৩, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধানী ২০০৩) সালের এর ৭/৩০ ধারা এবং আসামী মো. আব্দুল্লাহ এর বিরুদ্ধে একই থানার মামলা নং-২৫, তারিখ-৭/০৫/২০২৩, পেনাল কোড ৩৯৯/৪০২ ধারা ও মামলা নং-২৬, তারিখ-৭/০৫/২০২৩, ১৮৭৮ সনে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর