দেশছাড়ার বিষয়ে যা বললেন ইমরান খান

  বিশেষ প্রতিনিধি    21-05-2023    90
দেশছাড়ার বিষয়ে যা বললেন ইমরান খান

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন উঠেছে। তবে শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’

সেদিনের ভাষণে ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভের নানান প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, সরকার পক্ষ থেকে কেউ বলছে না, বিক্ষোভে ২৫ জন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং তাদের গুলি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘দেশে কি মানুষের জীবনের কোনো দাম নেই?’

তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান জানান, ‘দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সব কিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটি আমার দেশ।’

তবে ওই বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়ে ইমরান খান বলেন, ‘যখন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল আমাকে জিজ্ঞেস করেছিলেন ৯ মের বিক্ষোভ সম্পর্কে, আমি তাকে বলেছিলাম, আমি এ ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বাইরে আমার সমর্থকদের কোনো কর্মকাণ্ড আমি সমর্থন করি না।’

পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা করে ইমরান খান তার ভাষণে বলেন, ‘দেশে কোনো আইন নেই। একমাত্র আশার জায়গা বিচার বিভাগ। আমাদের পরিত্রাণ দেওয়ায় বিচার বিভাগ এবং বিচারপতিরা অসম্ভব চাপে রয়েছেন।’

প্রসঙ্গত গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার হন ইমরান খান। তার গ্রেফতারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনন্ত ১০ জন নিহত হন।

আন্তর্জাতিক-এর আরও খবর