সৌদি ভিসা পেয়েছেন ৪০ হাজারের বেশি হজযাত্রী

  বিশেষ প্রতিনিধি    24-05-2023    153
সৌদি ভিসা পেয়েছেন ৪০ হাজারের বেশি হজযাত্রী

মঙ্গলবার (২৩ মে) রাত পর্যন্ত হজে যেতে সৌদি আরবের ভিসা পেয়েছেন ৪০ হাজার ৪০৭ জন হজযাত্রী। সৌদি পৌছেছেন ছয় হাজার ৯৬৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী দুই হাজার ৪৮৯ জন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ৪৭৮ জন। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন।

এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। সৌদি আরবে হজযাত্রীদের নিয়ে ফ্লাইট শুরু হয় গত ২১ মে। এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা হয়েছে ১৪ শতাংশ। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৬ শতাংশ।

এদিকে মঙ্গলবার রাতে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগত হজযাত্রীদের সেবাপ্রদান কার্যক্রম নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে বিষয় ও কাজভিত্তিক কমিটি গঠন করা হয়।

ধর্ম ও জীবন-এর আরও খবর