পৌর নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে রিয়াজ মোর্শেদ প্রার্থীতা ফিরে পেয়েছেন

  বিশেষ প্রতিনিধি    02-06-2023    88
পৌর নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে রিয়াজ মোর্শেদ প্রার্থীতা ফিরে পেয়েছেন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিয়াজ মোর্শেদ তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন। মোঃ রিয়াজ মোর্শেদ এর মনোনয়নপত্র আপীল আদালত অর্থাৎ কক্সবাজার জেলা প্রশাসক কর্তৃক গত ২২ মে অবৈধ ঘোষনার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্টের মাননীয় বিচারপতি শুনানি শেষে মোঃ রিয়াজ মোর্শেদ এর অবৈধ ঘোষিত মনোনয়নপত্রটি গত ২৯ মে বৈধ ঘোষণা করেন। আপীল আদালত মোঃ রিয়াজ মোর্শেদ এর মনোনয়নপত্রের সাথে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর মনোনয়নপত্রটি অবৈধ ঘোষনা করেছিল।

কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন জানান, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে মোঃ রিয়াজ মোর্শেদ অনুকূলে ব্লাকবোর্ড প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মোঃ রিয়াজ মোর্শেদ উচ্চ আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে সাধারণ ওয়ার্ড নম্বর ৬ এ মোট কাউন্সিলর প্রার্থী হলো ৫ জন। তাঁরা হলেন-মোঃ জাবেদ মোস্তফা-উটপাখি, ফজল করিম-পাঞ্জাবী, ওমর সিদ্দিক-ডালিম, জসিম উদ্দিন-টেবিল ল্যাম্প ও মোঃ রিয়াজ মোর্শেদ-ব্লাকবোর্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৩ জন।

মোঃ রিয়াজ মোর্শেদ তাঁর প্রার্থীতা ফিরে পাওয়ায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা হলো ৭৮ জন। এরমধ্যে মেয়র পদে ৫ জন, ৪ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৪৩ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ৯৪ হাজার ৮০২ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৪৯ হাজার ৮৭৯ জন পুরুষ ভোটার এবং ৪৪ হাজার ৯২৩ জন মহিলা ভোটার।

সারাদেশ-এর আরও খবর